এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
এবার নয়টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৯ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানের ২৬ লাখ ২ হাজার ৫৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠান ছিল ৪৩টি।
এর আগে সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এ বছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ ভাগ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম