সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের উত্তর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
রবিবার (২২ ডিসেম্বর) নোটিশ হাতে পাওয়ার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর বিকালে উত্তর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। সন্ধ্যার দিকে বিদ্যালয়ের কার্যালয়ে গিয়ে তিনিসহ অন্য অতিথিরা দেখেন প্রধানমন্ত্রীর ছবি থাকলেও সেখানে নেই বঙ্গবন্ধুর ছবি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ বলেন, ‘বঙ্গবন্ধুর ছবির কাঠের ফ্রেমটি নষ্ট হওয়ায় গত ১৭ ডিসেম্বর সেটি খুলে আলমারিতে রেখেছিলাম নতুন ফ্রেম লাগানোর জন্য।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম