মোঃ রুবেল আহমদ:
মেধাবী মুখ খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিয়ানীবাজারে ২য় আহমদুর রহমান খাঁন হিনু মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০ টায় ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত ১৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ১০০ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সোজা মোঃ জাকারিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করতে আহমদুর রহমান খাঁন হিনুর পৃষ্ঠপোষকতায় মানব কল্যাণ সংস্থার একটি অনন্য কাজ এ মেধা বৃত্তি পরীক্ষা। আশা করি, এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।
মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খাঁন হিনু বলেন, ‘বিশ্বজুড়ে প্রতিভাবান বাঙালীরা স্বাক্ষর রাখছেন স্বীয় মেধা, যোগ্যতা আর প্রতিভার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষক থেকে শুরু করে বিশ্বখ্যাত ইউটিউবের সহ-উদ্যোক্তা আমাদের বাঙালী। বিশ্বব্যাপী শত শত দৃষ্টান্তের মালিক এখন বাঙালীরা। মানব কল্যাণ সংস্থা খুঁজে বের করতে চায় জাতির এ মেধাবী মুখগুলোকে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সুন্দরভাবে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল বারী চৌধুরী বলেন, মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যন আহমদুর রহমান খাঁন হিনু মানব কল্যণে যে কাজ করছেন তা সত্যিই প্রসংশনীয়।
মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২য় আহমদুর রহমান খাঁন হিনু মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী এক শিক্ষার্থীর অভিবাবক আয়শা জামান বলেন, এ মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আহমদুর রহমান খাঁন হিনু আলীনগর ইউনিয়নে শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছেন। আমরা চাই এ মেধাবৃত্তি পরীক্ষা চলমান থাকুক এবং আগামীতে এ মেধাবৃত্তি পরীক্ষা পুরো উপজেলা জুড়ে অনুষ্ঠিত হোক।
এছাড়াও ২য় আহমদুর রহমান খাঁন হিনু মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক মামুন কয়ছর, এমরান আহমদ, ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ জাবেদ আহমদ, উত্তর ভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ, মিনা কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী ফরিদ উদ্দিন আহমদ ত্বকী, চাইল্ড কেয়ার একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান চৌধুরী আমান, পইলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র পাল, সাচান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল হক শামীম,রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা বেগম, সুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সহকারী শিক্ষিকা সুষমিতা পাল,সহকারী শিক্ষক জবরুল আলম, ইউপি সদস্য মামুন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেক্লাবের ক্রিড়া সম্পাদক ও টাইমস ট্রিবিউন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল আহমদ, মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার কার্যকারী সদস্য তারেক আহমদ, ভ’মি অফিস সহকারী আব্দুর রহমান, সাংবাদিক আবিদ আহমদ, তামিম আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শেখ রায়খান হোসাইন, সহ- সাধারণ সম্পাদক জাবারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদের আহমদ,সহ প্রচার সম্পাদক নুরুল আলম, আখতার হোসেন, সদস্য লিমন আহমদ,সাকির নয়ন, রুম্মান আহমদ, ছাদিকুর রহমান প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম