12:36 AM, 13 November, 2025

ষোলোআনা ফাউন্ডেশনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন দেশেরবার্তার সহকারী সম্পাদক

Rajon Comite Banner

সানজিদা সুইটি:

ষোলোআনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক ই এ মোঃ রাজন মিয়া। গতকাল কিশোরগঞ্জ জেলা শাখার ১ম জন্মদিন উপলক্ষ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মীম এ ঘোষনা প্রদান করেন।

তিনি জানান, কিশোরগঞ্জ টিমের জন্মদিনে তাদের সন্তানকে পদায়নের মাধ্যমে এটাই ছিল কেন্দ্রীয় কমিটির উপহার।

ষোলোআনা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৬ সাল থেকে আর্তমানবতা সেবায় কাজ করে আসছে এই সংস্থাটি। মানবতার জন্য পথচলা স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় মানুষের কল্যাণে কাজ করে আসছে ষোলোআনা ফাউন্ডেশন।

কিশোরগঞ্জ শাখার সভাপতি এস এম মিজানুর রহমান মামুন জানান, এই পদটি আমাদের প্রাপ্য ছিল। আমাদের সকল কার্যক্রমে যার ভূমিকা অতুলনীয় তার শুধু মাত্র সদস্যপদটিই সংগঠনে ছিল। আজকে পূর্ণ  পদে মনোনিত করায় কেন্দ্রীয় সভাপতি, সাধারন সম্পাদক সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজন আকন্দকে উক্ত পদে মনোনিত করায় কেন্দ্রীয় নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ শাখার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম হিমেল সহ অন্যরা।

সত্যের জয়গানে, আগামীর পথে অনেক বেশি এগিয়ে থাকার প্রত্যাশা করে দেশেরবার্তা পরিবার।