9:53 PM, 12 November, 2025

দেশেরবার্তার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও লাখো পাঠকের ভালবাসাঃ -প্রধান উপদেষ্টা

received_606495150208262

পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করে অনলাইন পোর্টাল “দেশেরবার্তা টোয়েন্টিফোর ডট কম” এর আজ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ। ২০১৭ সালের ৯ই এপ্রিল আজকের এই দিনে যাত্রা করেছিল দেশেরবার্তা। দেশ বিদেশের সকল প্রতিনিধি ও ম্যানেজমেন্টের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশেরবার্তা আজ লাখো পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে।

তবুও এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না থাকছে কোন আয়োজন আর না থাকছে কোন অনুষ্ঠান। কারন প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারনে পুরো বিশ্ব আজ স্তব্ধ, বাদ যায়নি আমাদের প্রাণের বাংলাদেশও। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর মিছিল ভারী হচ্ছে।এই ক‌রোনা ভাইরা‌সের কার‌নে ই‌তোম‌ধ্যে ঢাকা ও সারা দে‌শের জেলা পর্যা‌য়ের সকল প্রোগ্রাম বা‌তিল করা হ‌য়ে‌ছে। জা‌নি এই মূহু‌র্তে আমরা কেউ-ই ভাল নেই, শা‌ন্তি‌তে নেই।

তবু দেশের এই ক্রান্তিলগ্নে দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে পাঠক-পাঠিকা, বিজ্ঞাপণদাতা, শুভাকাঙ্খী, কলাকৌশলী, উপ‌দেষ্টা পর্ষদ, সম্পাদকীয় পর্ষদ ও ‌নিউজরুম সহ সবাই‌কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

‌বি‌শেষ কৃতজ্ঞতা জানাই সারা‌দে‌শের ও দে‌শের বা‌হিরের সকল প্র‌তি‌নি‌ধি‌দের। যাঁ‌দের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ভালবাসা ছাড়া দে‌শেরবার্তা এ‌তদূর কোনভা‌বে আস‌তে পার‌তো না। দেশের এই পরিস্থিতিতে আপনারা সবাই নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে কাজ করুন। আপনারা সহ আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।সাবাইকে ঘরে থাকতে বলুন, সুস্থ ও নিরাপদে থাকতে বলুন।

পরিশেষে মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোন এবং এই প্রাণঘাতী মহামারী ভাইরাস থেকে সকলকেই সুস্থ ও নিরাপদে রাখুন, আমিন।

…..এস.এম.মিজানুর রহমান মামুন
প্রধান উপদেষ্টা

দেশেরবার্তা টোয়েন্টিফোর ডট কম ও চ্যানেল ‘ডিবার্তা২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *