3:24 AM, 13 November, 2025

সবাইকে দেশেরবার্তার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

Untitlfgfgfgfed-2

২০২০ ইংরেজী নববর্ষ  উপলক্ষ্যে সকল পাঠক, প্রতিনিধি, কর্মকর্তা, বিজ্ঞাপণদাতা সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছে দেশেরবার্তা পরিবার।

২০১৯ সালের সকল ভুল ত্রুটি মূছে আগামীর পথে সত্যের সাথে এগিয়ে যাওয়ার শক্তি নিয়ে সবাইকে পথচলার আহবান জানিয়েছেন উপদেষ্টা পর্ষদ ও সম্পাদকীয় পর্ষদ। দেশের মানুষের জন্য যেভাবে দেশেরবার্তা কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রসংশনিয় বলে মনে করেন সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বৃন্দ। ২০২০ সাল নববর্ষের মত নতুন করে শুরু করার চেষ্টায় কাজ প্রায় শেষ দিকে আছে বলেও জানান পত্রিকাটির প্রধান কর্মকর্তা।

২০২০ সালে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজীতেও নিউজ প্রকাশ করা হবে নিয়মিত।

Happy New Year 2020