নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার বেশ কয়েকটি বাজারে ক্রেতা সেজে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। যার ফলে ১০০ টাকা দরের পেঁয়াজ এক লাফে দাম কমে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রয় হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে সাধারণ ক্রেতা বেশে পেঁয়াজের দাম জিজ্ঞাসা করে দুইজনের কাছ থেকে ৯০ টাকা দরে এক কেজি করে পেঁয়াজ ক্রয় করেন সহকারী কমিশনার। ক্রেতাদের সঙ্গে ৯০ টাকায় পেঁয়াজ কিনেছেন তিনি।
এরপরই নাজিরপুর বাজারস্থ পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন দোকানিকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার।
পরে স্থানীয় চাঁচকৈড় বাজারে একইভাবে অভিযান চালিয়ে আরো তিন দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেন মোহাম্মদ নাহিদ হাসান খান। সেখানেও পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য সতর্ক করে দেন।
এরপরই ১০০ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। এতে হাজারও ক্রেতার ভিড় জমে যায় এবং উৎসবমুখর পরিবেশে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করতে শুরু করেন।
এই অভিযানকে উপস্থিত হাজারও ক্রেতা স্বাগত জানিয়ে তারা এই অভিযান নিয়মিত করার অনুরোধ জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান খান জানান, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ার প্রেক্ষিতে হামিদ, রাজু এবং হাবিবসহ ছয় ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করলে তারা নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
তিনি জানান, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান উপজেলার সব হাট-বাজারেই চালানো হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম