প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১২:০১ পি.এম
বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা পাথরঘাটায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে অব্যাহত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।পাথরঘাটা প্রেসক্লাবে ভিকটিমের "মা" মামলার বাদী লিখিত অভিযোগ করেন।এতে করে মেয়েটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই ব্যাপারে বাদী নিরাপত্তা চেয়ে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নাম্বার ১০১১।
সাধারণ ডায়েরিতে (জিডি) বাদী উল্লেখ করেন, গত বছর আমার মেয়েকে (২৬) রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে অন্য একটি বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে পাথরঘাটা থানায় সদর উপজেলার মজিবুর রহমান ছিকু, সিদ্দিক ও রাজ্জাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তাছাড়া ওই মামলার আসামি মজিবর রহমান ছিকু জেলহাজতে থাকায় তার স্ত্রী বকুল, মেয়ে রনি আক্তার, মুন্নি আক্তার, সুমি আক্তার আমার মেয়েকে নিয়ে ধর্ষণ করিয়ে খুন করবে বলে হুমকি দিয়ে আসছে এবং ঘরবাড়িতে আগুন দেবে বলে প্রচার করছে।
বর্তমানে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না। আমার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী অবস্থায় ধর্ষণের শিকার হয়। সেই থেকে দুই বছর যাবত মাদ্রাসায় যেতে পারছে না।
এ বিষয়ে ছিকুর স্ত্রী বকুল বেগমের কাছে অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মোরা আছি মোগো যন্ত্রণায়, আবার হুমকি দিলাম কোন সময়। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম