স্কুল কক্ষে জুয়ার আসর, যুবলীগ নেতাসহ আটক ৯
যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান

বরিশালে বিদ্যালয়ের কক্ষ দখল করে জুয়ার আসর বসানোয় স্থানীয় যুবলীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে ২১ সেপ্টেম্বর, রবিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মো. শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান।
সোমবার কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, ‘দীর্ঘ দিন ধরেই নুরিয়া স্কুলের দ্বিতীয় তলায় শ্রেণি কক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় একদল যুবক। প্রতিদিনের মত রবিবার রাতেও তারা একই ভাবে জুয়ার আসর বসায়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই স্কুলে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করা হয়।’ তবে তাদের কাছ থেকে জুয়ার টাকা বা অন্য কিছু পাওয়া যায়নি বলে দাবি এসআই বশিরের।

কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও তারা অভিযান শুরু করেছেন। তারই অংশ হিসেবে নুরিয়া স্কুল থেকে ওই ৯ জনকে আটক করা হয়েছে।’
