8:04 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে নৌকার মাঝিকে মারধর, প্রতিবাদে মাঝিদের ধর্মঘট

Golapganj News pic

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে আব্বাস উদ্দিন (১৭) নামের এক নৌকার মাঝিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সুরমা নদীর বাঘা মাদ্রাসা ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তাৎক্ষণিক উপজেলার সুরমা নদীর মাঝিরা নৌকা ধর্মঘটের ডাক দেয়। এ সময় বাঘা ইউনিয়নের মানুষ ও গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। আহত মাঝি আব্বাস আহমদ উপজেলার বাঘা লালনগর গ্রামের হেলাল আহমদের পুত্র।
স্থানীয় স‚ত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম আব্দুল মালিকের সাথে মাঝি আব্বাস আহমদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মালিকের ছেলে আনাস মাহফুজ সহ তার আরো দুই ভাই মাঝিকে মারধর করে জখম করেন। স্থানীয়রা তাৎক্ষণিক মাঝি আব্বাস আহমদে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়।
এ ঘটনার পর প্রায় ৫ঘন্টা উপজেলার সুরমা নদীর থানা খেয়া ঘাট, কান্দিগাঁও খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ থাকে । তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার জুনেদ আহমদ, বাজার বণিক সমিতির সেক্রেটারি, প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সুষ্ঠ সমাধানের আশ্বাস প্রদান করলে মাঝিরা ধর্মঘট তুলে নেয়। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি(অপারেশন) আবুল কাশেম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মাঝিরা তাদের ধর্মঘট তুলে নিয়েছে।