আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আলেফ উদ্দিনের ছেলে সোহেল রানা ও পাচঁগাছী শান্তিরাম গ্রামের মজিবর রহমানের ছেলে মনোয়ার হোসেনকে ইয়াবাসহ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দীর্ঘদিন থেকে মাদক কারবারি করে আসছিল। থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম