3:03 PM, 13 November, 2025

তালতলীতে গাজাসহ আটক ১

IMG_20190829_145414
মো.মিজানুর রহমান নাদিম,তালতলী প্রতিনিধিঃ
বরগুনায় তালতলী বাজারের  মালিপাড়া স্লুইজ গেটের উত্তরপাড় থেকে ২০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে তালতলী থানা পুলিশ।
আটককৃত  মাদক ব্যবসায়ীর নাম হল মো:রতন চৌকিদার সে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোটভাইজোরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই শাহাবুদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম মালিপাড়া স্লুইজ গেটের উত্তরপাড়ের পাকা রাস্তা থেকে  রতন চৌকিদার (২৮)কে ২০ গ্রাম গাজাসহ আটক করে।

তালতলী  থানার ওসি মো. শেখ শাহিনুর রহমান মুঠোফোনে জানান বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ দমন আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।