দেবীগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ সহ বিভিন্ন অভিযোগ

কাজী সাইফুল,দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধিঃ
দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূরনীতির অভিযোগ এনে প্রায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগন অভিযোগ পত্রে স্বাক্ষর করেন।
তাদের অভিযোগের মধ্যে রয়েছে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের নানা কাজে হয়রানি,অস্বাভাবিক আচারন,এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের কাজ থেকে ভিন্ন অযুহাতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ সাহেবের।
২২আগষ্ট জাতীয় শিক্ষা সপ্তাহের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন সময় দেবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আ,স,ম নুরুজ্জামান শিক্ষা সপ্তাহে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় বৃন্দগনের কাছে সরাসরি অভিযোগ করেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দেবীগঞ্জ টি জেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগের বিষয়টিনিশ্চিত করেন।এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চেংঠী হাজরা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ সময় অনুযায়ী অফিসে উপস্থিত থাকেন না এবংকি শিক্ষকদের মাসিক বিলের স্বাক্ষর নিতে গেলেও নানা কটু কথা শুনতে হয়।তাছাড়া শিক্ষক এমপিও ভুক্তির আবেদনে শিক্ষকদের বিভিন্ন কারন দেখিয়ে মোটা অংকের টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহর বিরুদ্ধে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি অভিযোগের বিষয়গুলোর কথা অস্বীকার করেন। তবে দুইদিন সরকারী অফিস বন্ধ থাকায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এবিষয়ে কিছু জানা যায়নি
