নিউজ ডেস্কঃ ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে এক গারো তরুণীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ গ্রেপ্তার করেছে ওই হাসপাতালের মালিক মজিবুর রহমান বাবুলকে।
পুলিশ জানায়, রবিবার নার্স পদে চাকরি দেয়ার আশ্বাসে বিকেলে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতালে পাঁচ গারো তরুণীকে ডেকে আনা হয়। সাক্ষাৎকার গ্রহণের এক পর্যায়ে ওই গারো তরুণীকে অপারেশন থিয়েটার দেখানোর কথা বলে নিয়ে যান ম্যানেজার সোহেল রানা আলম।
পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ওই চার গারো তরুণী মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার রাতে ওই তরুণী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
সোমবার সকালের দিকে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘হাসপাতালটির মালিক বিষয়টি আপস মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নিজেদের মধ্যকার আলোচনার এক পর্যায়ে ম্যানেজার সটকে পড়েন। পরে রাতে তাকে হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পলাতক ম্যানেজার সোহেল রানা আলমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম