5:02 AM, 13 November, 2025

আমতলী গাঁজাসহ মাদক বিক্রেতা খোকন মোল্লা  গ্রেপ্তার

FB_IMG_1566157287633
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা আমতলী লঞ্চ ঘাট এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
রবিবার (১৮ আগস্ট ) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার (ওসি) মোঃ আবুল বাশারের নেতৃত্বে পৌরসহরের লঞ্চঘাট কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোকন মোল্লা আমতলী উপজেলা সদর ইউনিয়নের ছুড়িকাটা এলাকার মোসলেম মোল্লার ছেলে।
গ্রেপ্তারকৃত খোকন মোল্লা কাঠপট্টি কাঠমিস্ত্রির কাজ করতো এবং কৌশলে বিভিন্ন জনের কাছে গাঁজা বিক্রি করতো।
আমতলী থানার (ওসি) মোঃ আবুল বাশার বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার ৫ নং ওয়র্ড লঞ্চঘাট কাঠপট্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় খোকনের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।