11:42 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে রণকেলী নওয়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

index

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলায় গোলাপগঞ্জের পৌর এলাকার রণকেলী নওয়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। এসময় চুরচক্র স্কুলের লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে রণকেলী নওয়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসের তালা ভেঙ্গে একটি চুর চক্র একটি মাইকের মিশিন, একটি হারমোনিয়াম ও বেশ কয়েকটি পানির ট্যাপ নিয়ে যায়।

রণকেলী নওয়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দাশ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের যেসব জিনিসপত্র চুরি হয়েছে তা নৈশপ্রহরী রায়হান আহমদ দিয়ে দেবেন বলে থানায় মামলা করা হয়নি। ম্যানেজিং কমিটির সভাপতির ফয়ছল আলীরও একই বক্তব্য।

এদিকে রণকেলী এলাকার আব্দুস সালাম শিপলু নামের এক যুবক জানান, নৈশপ্রহরী রায়হান আহমদ রাতে স্কুল পাহারা দিতে গাফলতি করেন। তার এই গাফলতির কারণে এই স্কুলের মালপত্র চুরি হয়েছে। রায়হান সভাপতির আপন বাগনা, এজন্য সে যা ইচ্ছে তা করে যাচ্ছে। আমরা এ বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের আহবান জানাচ্ছি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, চুরির বিষয়টি মৌখিক ভাবে আমি জেনেছি। তবে স্কুলের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি।