5:40 PM, 13 November, 2025

বরগুনায় ডাকাতি হওয়া মালামাল সহ দুই ডাকাত গ্রেফতার

FB_IMG_1565091502362
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় ঘরে জানালার শিক ভেঙে ঘরে ঢুকে ভয় দেখিয়ে নগদ টাকাসহ লক্ষ টাকার স্বর্ণ অলংকার ও মোবাইল ডাকাতির ঘটনায় ডাকাতি হওয়া মালামালসহ আন্ত:জেলা ডাকাত দলের দুই ডকাত সদস্যকে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টার দিকে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন বরগুনা পুলিশ। এর অাগে এই ডাকাত চক্রের আরো দুই আসামি গ্রেপ্তার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এ ব্যাপারে আজ সকাল ১১ টায় বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৭ জুলাই রাত ২টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় ঘরে জানালার শিক ভেঙে ঘরে ঢুকে ভয় দেখিয়ে নগদ টাকা লক্ষ টাকার স্বর্ণ অলংকার মোবাইল ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি মামলা হয়।
তথ্য প্রযুক্তির মাধ্যমে ৭ দিনের মধ্যে দুজন ও ১০ দিনের মধ্যেদ আরও দুই’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ৮ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার।