আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় র্যাবের বিশেষ অভিযানে ফেসবুকের ম্যান্সেজারে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে নিয়ে গুজব রটনাকারী হিসাবে অভিযুক্ত এনজিও কর্মী আশিকুর রহমান রাসেল কে গ্রেফতার করে র্যাব ১৩ ক্যাম্প গাইবান্ধা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিক্তিতে আজ ৫ আগস্ট সোমবার বিকাল ৫ টার পর গাইবান্ধা জেলার সদর থানাধীন বাদিয়াখালী বাজারস্থ 'বুলবুল মিয়ার খাবার হোটেল' থেকে অভিযান পরিচালনা করে গুজব রটনাকারী আশিকুর রহমান রাসেল(২৬) কে ফেসবুকে ম্যান্সেজারে মাধ্যমে ইচছাকৃতভাবে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট,অস্থিরতা, বিশৃংখলা সৃষ্টি বা আইন-শৃংখলা অবনতি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর রহমান রাসেল(২৬) সদর উপজেলার মধ্যফলিয়া গ্রামের আঃ রশিদের ছেলে। সে গণ উন্নয়ন কেন্দ্র গাক এর উন্নয়ন সহযোগী হিসাবে কর্মরত রয়েছেন।
গ্রেফতারের সময় আসামী মো: আশিকুর রহমান রাসেল(২৬) নিকট থেকে ০১ (একটি) এ্যানড্রয়েড মোবাইল ফোন, সীমকার্ড ০২ (দুইটি) উদ্ধার করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম