4:05 PM, 13 November, 2025

গাইবান্ধায় গুজব রটানোর দায়ে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩

rab 13 news

আশরাফুুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ফেসবুকে ধর্মীয় অনুভ‚তি নিয়ে গুজব রটনোর দায়ে মারুফুল হাসান (১৯) নামে একজনকে গ্রেফতার হয়েছে।
র‌্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প সুত্রে ঘটনার সংষ্কিপ্ত বিবরণে জানা যায় যে, র‌্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৯ জুলাই সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় গাইবান্ধা জেলার সদর থানাধীন চাপাদহ কুপতলা বাজার ‘মাহি ইলেকট্রনিকস এন্ড কমপিউটার’ থেকে অভিযান পরিচালনা করে গুজব রটনাকারী মো: মারুফুল হাসান (১৯) কে ফেসবুকের মাধ্যমে ইচছাকৃতভাবে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট,অস্থিরতা, বিশৃংখলা সৃষ্টি বা আইন-শৃংখলা অবনতি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফুল হাসান (১৯) সদর উপজেলার চাপাদহ মধ্যপাড়া গ্রামের এটিএম আব্দুল মাবুদ মিয়ার ছেলে।
গ্রেফতারের পরবর্তীতে মারুফুল হাসান (১৯) নিকট থেকে ১ টি এ্যানড্রয়েড মোবাইল ফোন,সীমকার্ড ২ (দুইটি) এবং মেমোরি কার্ড একটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।