5:18 PM, 13 November, 2025

ডেঙ্গু ফি: পপুলারকে জরিমানা, স্কয়ার-ইবনে সিনায় অভিযান

popular-diagnostic-center

নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গু সম্প্রতি ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের অর্থনৈতিক অক্ষমতার কথা বিবেচনা করে বেসরকারি হাসপাতালে এই মারত্মক ভাইরাস সনাক্তাকরণ পরীক্ষার বিষয়ে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। এর পরেও অতিরিক্ত মূল্য রাখছে নামিদামি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

এমন অবস্থায় রোগীরা প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করছেন। এমনসব অভিযোগের সত্যতা পাওয়ায় ইতোমধ্যে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩ টার দিকে অভিযান চা‌লি‌য়ে এ জ‌রিমানা করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর শাহরিয়ার।

এরপরেই অভিযান চালানো হচ্ছে রাজধানীর স্কয়ার ও ইবনে সিনা হাসপাতালে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো বলে জানা গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, অভিযান শেষেই এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা