প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০১৯, ৯:৩০ পি.এম
আমতলীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক-যুবতী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক যুবতী আটক হয়েছে।
এলাকাবাসি জানায়, উপজেলার খেকুয়ানী গ্রামের যুবতির বাবার ঘরের টিনের বেড়া ভেঙ্গে এলাকার আবদুর রব গাজীর ছেলে জাফর ঘরে প্রবেশ করে যুবতীকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ওই যুবতীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জাফরকে ধরে ফেলে। পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার সকালে আবু জাফর ও কলেজ ছাত্রীকে থানায় নিয়ে আসেন।
ভিক্টিমের মা অভিযোগ বলেন, গত এক বছর ধরে আমার মেয়েকে আবু জাফর উত্যাক্ত করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালিশ বৈঠক হয়েছে। ওর যন্ত্রনা সহ্য করতে না পেরে আমি আমার মেয়েকে অন্যত্র বিয়ে দেই। তারপরও জাফরের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারছি না।
এদিকে আবু জাফরের পরিবার দাবী করেন, ওই মেয়ে ও তার পরিবার পরিকল্পিতভাবে আবু জাফরকে আটকে রেখেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বলেন, আজ রবিবার ছেলে ও মেয়েকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম