5:02 AM, 13 November, 2025

নবাবগঞ্জে দিনের বেলায় উন্নত জাতের ৫০ টি আম গাছ কর্তন

24-7-19-1

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ

দিনাজপুরের নবাবগঞ্জে দিনের বেলায় উন্নত জাতের ৫০ টি আম গাছ কর্তনের অপরাধে বাগান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিল্যাখুর কাচারি এলাকায় ২০১০ সালে বাপ দাদার পৈত্রিক ৫০ বিঘা জমিতে ঔষধি সহ আম লিচু , উন্নত জাতের বিভিন্ন ফলের বাগান করে এলাকায় পরিচিতি ও সুনাম অর্জন করেছেন বাগান মালিক কল্লল রায়। উপজেলা সদরে তর্পনঘাট এলাকার মৃত শুকুমার রায়ের পুত্র কল্লল রায় লেখাপড়া করে বেকারত্ত ঘোচাতে কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে উষা উদ্যান নামে ওই বাগানটিতে গত একুশে জুলাই দুপুরে পুর্ব শত্রæতার জের কে কেন্দ্র করে ৫০ টি গাছ কর্তন করেছে দুবৃত্তরা। এ বিষয়ে কল্লল রায় নিজের ও বাগানের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার অভিযোগ প্রাপ্তির সত্যতা সীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। বাগান মালিক কল্লল রায় জানান ২০১০ সালে পহেলা সেপ্টেম্বর দুবৃত্তরা তার তিনটি নার্সারি বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা কেটে ধংস করেছে। এ দিকে ৫০ টি আম গাছের চারা কর্তনের খবর পেয়ে ৩ নং গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজু বাগান টি পরিদর্শন করেছেন।