গাইবান্ধায় ৪২০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জেলা জুড়ে জোড়ালো অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত বাহার উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি রফিকুল ইসলাম (৩৫) কে ২৫৭ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
অপর একটি ঘটনায় গাইবান্ধা সদর থানার বালুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবির অপর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬৩ পিস ইয়াবাসহ আরেক জন মাদক কারবারিকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়।
এখবর নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান পিপিএম।
