প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০১৯, ৪:২০ পি.এম
আমতলীতে চাচাতো ভাই কর্তৃক ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ২য় বর্ষে ছাত্র মোঃ সানাউল্লাহ্ (১৯) নামের এক মাদ্রাসার ছাত্রের বখাটের বিরুদ্ধে ছয় বছর বয়সি শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত (১৩ জুলাই ) শুক্রবার রাত অনুমান সারে ১০টার দিকে আমতলী পৌর শহরের একে হাই স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। ধর্ষক সানাউল্লাহ্ শিশু মেয়েটির সম্পর্কে অপন চাচাতো ভাই।
মামলা পরিবার সূত্রে জানা যায়, ধর্ষক সানাউল্লাহ্ আমতলী পৌর শহরের আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ২য় বর্ষে লেখাপড়া করেন। সানাউল্লাহ্ রাতে মাদ্রাসার ছাত্রাবাসে থাকেন কিন্তু খাওয়া দাওয়া করতেন চাচার বাসায়। গত ১৩ জুলাই রাত সারে ১০টার দিকে সানাউল্লাহ্ চাচার বাসায় খাবার খেতে যায়। এমত অবস্থায় হঠাৎ বৃষ্টি নামলে সানাউল্লাকে ঘরের দোতলায় গিয়ে জানালা দিয়ে আসতে বলে। সানাউল্লাহ জানালা দিতে উপরে গিয়ে ছোট বোনকে সে মুখ চেপে ধর্ষন করে। শিশুর কান্নার শব্দ পেয়ে মা উপরে উঠে গিয়ে দেখে দুজনেই উলঙ্গ অবস্থায় বিছানায়। চাচিকে দেখে সানাউল্লাহ দোতালা থেকে দ্রুত করে নিচে নেমে ছাত্রবাসে চলে যায়।
শিশুটির কাছ থেকে ধর্ষনের বিষয়টি শুনে তার মা ও বাবা বিষয়টি ধর্ষকের মেঝ চাচাকে জানায়। মেঝ চাচা সানাউল্লাহর বিচার করার কথা বলে কোন বিচার না করায় ওই শিশুর মা পাঁচ দিন পরে (১৮ জুলাই) বৃহস্পতি বার বিকেলে মেয়েকে ধর্ষনের অভিযোগে সানাউল্লাহকে আসামী করে আমতলী মামলা দায়ের করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ঘটনায় থানায় মামালা হয়েছে। পুলিশ মামলার আসামী মোঃ সানাউল্লাহ্ কে বৃহস্পতি বার বিকেলে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা হাতে পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম