
নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরা এলাকা থেকে ২৭ লাখ নগদ টাকাসহ মো. কবির হোসেন নামের পুলিশের চাকরিচ্যুত এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় ওই এএসআইকে আটকের কথা জানায় র্যাব-৩।
এতে বলা হয়, রাজধানীর রামপুরা এলাকা থেকে পুলিশের চাকরিচ্যুত ওই এএসআই আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৭ লাখ টাকা।
এসময় ওই চাকরিচ্যুত এএসআইয়ের প্রাইভেটকারে পুলিশের স্টিকার এবং পুলিশ পরিচয়ের আইডি কার্ড জব্দ করা হয়।
র্যাব-৩ সূত্রে জানা গেছে, মো. কবির হোসেন নামের চাকরিচ্যুত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম