দেবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইয়াবাসহ রিপন ইসলাম (২১) ও পিপাসা ইসলাম (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে । রিপন ইসলাম দেবীগঞ্জ সদরের কলেজপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং পিপাসা ইসলাম একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের দেয়া তথ্যমতে, গতকাল১১ জুলাই দুপুর ২ টা ৪৫ এ গোপন সংবাদের ভিত্তিতে দেবিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল দেবীগঞ্জ থেকে সোনাহারগামী সড়কে রিপন ও পিপাসকে ১২ পিস ইয়াবাসহ আটক করেন। আটক রিপন ও পিপাস এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ৯ (ক) ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার মাদক ব্যবসায়ীদের আটক ও তাদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন।
