কাজী সাইফুল
পঞ্চগড় প্রতিনিধিঃ- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সড়ক নির্মাণে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুনীতি দমন কমিশন(দুদক)। ১১জুলাই(বৃহস্পতিবা) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলাধীন চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী একটি সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজ হয়েছে দুদকের হটলাইন- ১০৬ তে কল দিয়ে স্থানীয়দের অভিযোগ করলে অভিযোগের সাপেক্ষে সমন্বিত দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেত্রীত্বে একটি টিম ওই সড়কে অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা যায়,গত জুন মাসে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দেবীগঞ্জ উপজেলাধীন চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী সড়ক নির্মাণের কাজ শেষ হয়। পর্যবেক্ষণে সড়কের বিভিন্ন স্থানে হাত দেয়া মাত্রই পিচ উঠে যায় ও নিম্ন মানের কাজ ও সড়ক নির্মাণ কাজে অনিয়ম হয়েছে বলে সরেজমিনে দেখতে পায় দুদকের এই টিম।
এদিকে দুদকের কর্মকর্তারা দেশেরবার্তা২৪ ডটকমকে জানান, সামগ্রিক বিবেচনায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় এ অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান অনুমোদন চেয়ে কমিশনে সুপারিশ প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম