ইভটিজিং মামলায় পানের দোকানদার বক্তারুলের দুই মাসের জেল

পঞ্চগড় সংবাদদাতাঃ আটোয়ারীতে ইভটিজিং মামলায় বক্তারুলের (৩৬)দুই মাস জেল দিয়েছে ভ্রাম্যমাণ
আদালতের প্রধান উপজেলা নির্বাহী অফিসার, শারমিন সুলতানা।
জানা গেছে,উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায়
বক্তারুল নামের একজন পান দোকান করতো।পান বিস্কুট দোকান করায় স্কুলের ছাত্র/ছাত্রী,শিক্ষক ওই
দোকানে খরচ করতো। জনৈক শিক্ষিকা এক শিক্ষার্থীকে তিন টাকা দিয়ে পান আনতে দেয় ওই
দোকানে।দোকানদার ওই শিক্ষিকার বিরুদ্ধে খারাপ মন্তব্য করে।পরবর্তীতে তার বিরুদ্ধে ইভটিজিং এর
অভিযোগ উঠে।উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষক শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহন
করে বক্তারুল কে আটক করেন।ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বক্তারুলের দুই মাস জেল দেন।
বলরামপুরে ঘটনা টি চাঞ্চল্যকর অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।
