নিজস্ব সংবাদদাতাঃ প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল মো. ইমরান হোসেন হায়দারকে স্থায়ীভাবে বরখাস্ত করে আদেশ জারি হয়েছে।
বুধবার ওই আদেশে বলা হয়, “এক সময় ইমরান দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত থাকাকালে এক ব্যক্তি থেকে প্রতারণার মাধ্যমে ৮০ হাজার টাকা আদায় করেন। ওই অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে তখন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
“পরে ২০১৭ সালে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে ফতুল্লা থানায় দায়ের হওয়া এক মামলায় তিনি দেড় মাস কারাগারে থাকলেও তা কমিশনে গোপন রেখেছেন।”
বিভাগীয় তদন্তে ওই সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমরানকে চাকরিচ্যুত করা হয় বলে জানানো হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম