আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের গাইবান্ধা-সুন্দরগঞ্জ-রংপুর উপ-মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে সোমবার দিনগত গভীর রাতে ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা সদর থানা পুলিশ নিয়মিত টহল প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে- গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা নাখরাজ পাড়ার আইয়ুব আলীর ছেলে কাজল মিয়া (১৯) ও সাদুল্যাপুর উপজেলার প্রতাবপাড়ার হাফিজার রহমানের ছেলে সালমান মিয়া (২৩)। সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি এবং অটোরিক্সা ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম