আব্দুল্লাহ আল হুমাইদী, হোসেনপুর প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জ জেলার সদর থানার বৌলাই ইউনিয়ন এর বৌলাই গ্রামের নাইম(২১) কে অপহরণের চেষ্টা চালায় তার শাশুড়ী ও তার বউ এর বড় ভাই।গতকাল শনিবার সন্ধায় এই ঘটনা ঘটে।
অপহৃত নাইমের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় বৌলাই গ্রামে। তার বাবার নাম দুলাল মিয়া।

নাইম এর সাথে কথা বলে জানা যায়, সে বিয়ে করে তার শশুড় বাড়ীতে ঘর জামাই হিসেবে থাকত।কিছুদিন যাওয়ার পর তাদের দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হয়।তারপর তিনি তার বোনের বাড়িতে চলে যান।বেশ কিছুদিন পড় সে বাড়িতে ফিরে আসলে তার বউ এর বড় ভাই শামীম মিয়া, পিতাঃ-আঃ করিম তাকে ডেকে নিয়ে যায় তারপর তাকে তাদের সাথে আসতে বলা হয়। সে রাজি না হওয়ায় তার মাকে মেরে ফেলার হুমকি দেয়। তারপর নাইমকে তার শাশুড়ী জুবেদা ও তার বউ এর বড় ভাই শামীম মিয়া তার হাত বেধে কিশোরগঞ্জ থেকে হোসেনপুর গোবিন্দপুর চৌরাস্তা হয়ে সামনের দিকে যাচ্ছিল।তখন অটোতে থাকা এক যাত্রী মোঃ আঃ রহমান বিষটি খেয়াল করে।তখন জিজ্ঞেস করে নাইম কে বেধে নিয়ে যাচ্ছেন কেন?তার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ায় তার সন্দেহের সৃষ্টি হয়। আঃ রহমান বুঝতে পারছিলনা কি করবে,অটোটি গোবিন্দপুর চৌরাস্তা পার হয়ে একটু সামনে আসলে অটো থামাতে বলে এবং ঐ এলাকার লোকজন ডাকে।তারপর জানতে পারা যায় এই ঘটনা।
অপহরনকারী শামীম মিয়ার সাথে কথা বলে জানা যায় যে, তার বোনের তালাক সংক্রান্ত বিষয় নিয়ে আরো কয়েকবার তাকে ডাকা হয়েছে কিন্তু সমাধান হয়নি। তাই আজকে তাকে বেধে নানুর বাড়িতে (শামীম মিয়ার) নিয়ে যাওয়া হচ্ছে সমাধানের জন্য। অবশেষে গ্রামবাসীরা এই রকম ঘটনা দেখে হোসেনপুর থানায় কল করে এবং পুলিশের হাতে তাদের তুলে দেয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম