প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০১৯, ৯:১৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে এক কলেজছাত্রী ধর্ষনের শিকার, আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কুড়ালী পাড়ায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষককে আটক করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৩ জুন) বিকালে ধর্ষক সাজেদুল ইসলাম সজল প্রেমের সূত্র ধরে ওই ছাত্রীর নিজ বাড়ীর শয়ন কক্ষে গিয়ে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনার পর ধর্ষককে বিয়ের চাপ দিলে দু’একদিনের মধ্যে বিবাহ করবে বলে সোমবার(২৪ জুন) দুপুরে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ নামক স্থানে নিয়ে গিয়ে পূনরায় ধর্ষণ করে।
অভিযোগে আরও জানা যায় ধর্ষকের সাথে ওই ছাত্রীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল।
স্থানীয়রা জানায় ওই ধর্ষক অত্যান্ত প্রভাবশালী, ক্ষমতাসীন দলের রুহিয়া ইউনিযন ছাত্রলীগের সভাপতি।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন এ ব্যাপারে রুহিয়া থানায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম