প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০১৯, ৯:৩৭ পি.এম
শার্শায় মিলন মেম্বার বাহিনীর অতর্কিত বোমা হামলায় আতংকিত মির্জাপুর গ্রামবাসী

শাহারিয়ার হুসাইন: যশোরের শার্শায় বহুল আলোচিত ও সমালোচিত নীলকুঠি পার্কের মালিক মিলন মেম্বারের হাতে অবৈধ ভাবে জোর করে দখলে থাকা সম্পত্তি নিজেরা দখল নিতে গিয়ে বোমা হামলার স্বীকার হয়েছেন বলে জানিয়েছেন ঝিকরগাছার মির্জাপুর গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টার সময়। সরেজমিনে গেলে মির্জাপুর গ্রামবাসী বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ১০ বছর ধরে জোর জবরদস্তি করে অবৈধ ভাবে দখল করে রাখছে। আর অবৈধ ভাবে গড়ে তুলেছে নীল কুঠি পার্ক। যার মালিক মিলন মেম্বার। আর পার্ক চালাতে মিলন মেম্বর গড়ে তুলেছে একটি পেটোয়া বহিনী। ফলে সে ও তার বাহিনীর সদস্যদের লাগাতার হুমকির কারনে আমাদের বাপ-দাদাদের রেকর্ডকৃত জমি বৈধকাগজপত্র থাকা সত্ত্বেও আমরা আমাদের জমিতে যেতে পারি না। এছাড়া পার্কের ভিতরে রয়েছে বাপদাদার কবর। আমরা সেখানেও যেতে পারিনা।
বিনোদনের নাম ভাঙ্গিয়ে গড়ে তোলা এ পার্কে মিলন মেম্বার প্রকাশ্যে চালাচ্ছে রমরমা দেহ ব্যাবসা।এলকার স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ও বাইরে থেকে পতিতা ও মেয়ে ভাড়া করে নিয়ে রীতিমত গড়ে তুলেছে মিনি পতিতালয়। তারা ঘন্টা চুক্তিতে এই অবৈধ দেহ ব্যবসা করে থাকে। ফলে এলাকার উঠতি বয়সের ছেলেরা এ পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।পরিবেশ হয়ে পড়েছে জঘন্য।এললাকার মেয়ে সহ মহিলারা মিলন মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে শ্লীলতা হানীর ভয়ে স্কুল কলেজে ও বাইরে যেতে রীতিমত আতংকিত ও শংকিত হয়ে পড়েছে।
গ্রামবাসীরা আরো বলেন,আমরা আমাদের জমি জমা ফেরত ও উদ্ধারে দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন মহলে ছুটে ছুটে বেড়াতে বেড়াতে আমরা নিঃশ্ব হওয়ার পথে।
মিলন মেম্বার ও তার বাহিনীর ভয়ে কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসতে সাহস পায়নি।ফলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জীবনের মায়া ত্যাগ করে যখন আমরা গ্রামবাসী পৈত্রিক জমিতে অবস্থান করি। ঠিক তখনই ঐ মিলন মেম্বার ও সেকেন্ড ইন কমান্ড পিপুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত বোমা হামলা চালায়। ফলে আমরা আতংকিত হয়ে যে যার মত জীবন নিয়ে কোনো রকম বেচে যাই।
এ ব্যাপারে পার্কের মালিক মিলন মেম্বার মির্জাপুর গ্রামবাসীর পুরো বক্তব্য কে অস্বীকার করে বলেন,বিষয়টি তাদের সাজানো নাটক। তাদের তেমন বেশী জমি নেই এ পার্কে। আর যাদের আছে তাদেরকে রীতিমত টাকা ভাড়া দেয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন,ঘটনা স্থল পরিদর্শন করেছি।পার্কের ভিতরে জমির মালিক গন কে ডেকে কথা বলেছি। এবং বুঝেছি যে,পার্কে মির্জাপুর গ্রামবাসীর জমি রয়েছে।যা মিলন মেম্বার দখলে নিয়ে পার্ক গড়ে তুলেছে।উভয় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম