ঠাকুরগাঁওয়ে ৭শ বস্তা চালসহ ট্রাক চুরি, থানায় অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও থেকে ৭শ বস্তা চালসহ ট্রাক চুরি হয়েছে। গত কয়েক দিনেও ট্রাকটির সন্ধান না পেয়ে সদর থানায় অভিযোগ করেছে ব্যবসায়ী মিজানুর রহমান। আর পুলিশ বলছে ট্রাকটি উদ্ধারের চেস্টা অব্যাহত রয়েছে।
থানায় অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার কচুবাড়ী গ্রামের খবিবর উদ্দিনের ছেলে ধান চাল ব্যবসায়ী মিজানুর রহমান গত ২১ জুন বালিয়াডাঙ্গী উপজেলার সামাদের মিল থেকে ৭শ বস্তা চাল ক্রয় করে সদরের ভুল্লি খাদ্য গোডাউনে সরবরাহ করতে নিয়ে যাওয়া হয়। সে দিন ভুলি খাদ্য গুদামের নিরাপত্তারক্ষীর মৃত্যুতে মিলাদ মাহফিল থাকায় চাউল আনলোড করতে পারে নি শ্রমিকরা। পরে গাড়িটি পাশেই মনসুর আলীর ফিলিং স্টেশনে চাউলসহ ট্রাকটি রাখা হয়। ২৩ জুন ভোরে হেলপার আজগর আলী এসে দেখে গাড়িটি নেই। এর পর থেকে বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে গাড়ি ও চাউল না পেয়ে ওই দিন সদর থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী মিজানুর রহমান। অভিযোগে উল্লেখ করা হয় ৭শ বস্তায় ২১ টন চাউল যার মুল্য ৭লাখ ৫৬ হাজার। ট্রাকটির মুল্য ৩০ লক্ষ টাকা। ট্রাকটির নম্বর ঢাকাÑমেট্্েরা-টÑ২০-৭৩০৪। গাড়িটির বডিতে সমুন হাস্কিং মিল লেখা আছে। চাউলসহ গাড়ি চুরি হওয়ার পর ওই ব্যবসায়ী প্রশাসনের কাছে বার বার ধর্না দিয়েও কোন প্রকার সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ী মিজানুর রহমানের।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারি সদর থানার এসআই গোলাম মর্তুজা জানান, আমরা চেস্টা করছি গাড়িটি উদ্ধারে দেশের প্রতিটি থানায় বার্তা প্রেরন করা হয়ে আশা করছি দ্রæত সময়ের মধ্যে গাড়িটি উদ্ধার হবে।
