আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার (২০জুন) বিকেলে উপজেলার আড়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেল্লাল মিয়া (২৪) উপজেলার ভারড়া ইউনিয়নের পাঁচতারা গ্রামের করিম মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এ মাদক ব্যবসায়ী বেল্লালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেল্লাল নাগরপুর থানাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম