9:56 AM, 13 November, 2025

আমতলীতে চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

64694737_543252839412453_6013042059366105088_n (1)

এইচ. এম. রাসেল,

বরগুনা আমতলী প্রতিনিধিঃ

বরগুনা আমতলীতে পূর্বশত্রুতার জের ধরে একটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে। জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে কেবা কারা গত মঙ্গলবার গভীর রাতে উত্তর তক্তাবুনিয়া গ্রামের দোয়েল তালুকদারের গলদা চিংড়ির ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ১৫ লক্ষাধিক টাকার চিংড়ি মাছ মারা যায়। ভুক্তভোগী ঘের মালিক দোয়েল তালুকদার বলেন,আমার আত্মীয় স্বজন এবয় ব্যাংক থেকে ঋণ নিয়ে গলদা চিংড়ির ঘেড় করি। এবছর মাছ বড় হওয়ায় ধরার উপযোগী হয়েছে। আর কয়েক দিন পড়েই মাছ ধরার পরিকল্পনা ছিল। এর মধ্যেই ঘেড়ে বিষ প্রয়োগ করে আমাবর সর্বনাশ করেছে। বিষ প্রয়োগের ফলে আমার প্রায় ১৫ লক্ষ টাকার মাছ মরে গেছে। আমি এখন ধার দেনা কিভাবে শোধ করবো সে চিন্তায় অস্থির আছি। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানান, দোয়েল তালুকদার বিষয়টি আমাকে জানিয়েছে এবং কিছু মরা মাছের নমুনা দেখিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, এব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।