কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।
আটক নারীর নাম সুমি আক্তার সাথী (২২)। সুমি সদর থানার আমবাড়ি এলাকার মোঃ সোহরাব আলীর মেয়ে। আজ (মঙ্গলবার) সদর থানার খুনিয়া পাড়া এলাকা হতে সুমিকে ইয়াবাসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মোঃ রাজা জানান, গোপন সূত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশের একট দল খুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ৪৫ পিস ইয়াবাসহ সুমিকে হাতেনাতে আটক করা হয়। আটক সুমীকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম