1:40 PM, 13 November, 2025

নবাবগঞ্জে বেগুন ক্ষেত থেকে গাজার গাছ উদ্ধারঃ আটক ৩

62632791_565428533981253_5599069566366908416_n

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকেঃ

সিনিয়র সহকারী পুলিশ সুপার, বিরামপুর সার্কেল, অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা, দিনাজপুর এর নেতৃত্বে ও নির্দেশনায় ১৯ কেজি গাজার গাছ,১৪ বোতল ফেন্সিডিল, ১২ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাজাসহ ০৩( তিন) জন আসামী গ্রেফতার । ০৪( চার) টি নিয়মিত মামলা রুজু হইয়াছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানা অফির্সাস ইর্ন্চাজ সুভ্রত কুমার সরকার জানান, উপজেলার নন্দনপুর বাজার সংলগ্ন মাঠের মোঃ রবিউল ইসলামের বেগুনের ক্ষেত থেকে ১৯ কেজি কাচা গাজা গাছ উদ্ধার, ১৪পিচ ফেন্সিডিলসহ ধরঞ্জী আর্দশ গ্রামের মূত আঃ রহমানের ছেলে মোঃ রজব আলী(৪৫),ডাংসের ঘাট গ্রামের মূত শ্রী বাবুরাম দাসের ছেলে শ্রী নরেশ চন্দ্র(২৫) দাশকে ১০০ গ্রাম গাজা এবং ঘোড়াঘাট উপজেলার বিশেনাথপুর দামপাড়ার মূত মজিবর রহমানে ছেলে মোঃ আঃ হালিম(২৮) কে ১২ পিচ ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।