12:32 AM, 13 November, 2025

সাবেক স্বামীর ওপর এসিড নিক্ষেপ, মিলা-কিমের ফোনালাপ ফাঁস

mila

নিউজ ডেস্কঃ সঙ্গীতশিল্পী মিলা ও তার সহযোগী জন পিটার কিমের ফোনালাপ ফাঁস হয়েছে। শুক্রবার (১৪ জুন) ১১ মিনিট ১০ সেকেন্ডের ও ফোনালাপটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশ করা হয়।

সেখানে মিলা বলেন, ‘আমি তোকে তো কিছুই বলিনি। তোকে পুলিশ সন্দেহ করছে। যেখানেই লুকে থাক তোকে পুলিশ খুঁজে বের করবে। আর সানজারি এমনিতেই জেলে যেত কিন্তু তুই যে কাজটা করেছিস তা আমার জন্য সত্যিই অনেক খারাপ হলো।’

গত বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘এইড ফর মেন’ নামক সংগঠন। মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির ওপর হামলার বিচারের দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংগীতশিল্পী মিলা ও তার সহকারী জন পিটার কিমের গ্রেপ্তার দাবি করেন বক্তারা।

সানজারির ভাই আইনজীবী আল আমিন খানের অভিযোগ, সানজারির গোপনাঙ্গ লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়। তাকে বিকলাঙ্গ করার জন্যই ওইভাবে এসিড ছোড়া হয় বলে দাবি করেন তিনি।

ফোনালাপে শোনা যায় মিলা কিমকে বলেন, ‘এতদিন কই ছিলি। আমার সব কষ্টের মধ্যেও তোকে টাকা দিয়েছি। নিজের সাথে রেখেছি। আমার কাছ থেকে হঠাৎ করে চলে গিয়ে সানজারির বাসায় কী কারণে? আমি কি সানজারির বাসায় যেতে বলেছি? সানজারিকে কি করছিস? সানজারিকে নাকি এসিড নিক্ষেপ করছোস?’

তখন কিম বলে, ‘এ ধরনের কোনও কাজ করিনি। আমি ভয় পেয়েছিলাম তাই আমি পালিয়েছিলাম।’