আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নানা নিয়ম অনিয়মের খবর নতুন নয়। এবার কমপ্লেক্স চত্বরে হেলা পড়া প্রায় লক্ষ টাকা মুল্যবান গাছ বিক্রি করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ার রেজাউল করিমের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা । তবে এসব গাছ কাটা কথা জানা থাকলেও বিক্রির কথা জানা নেই বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ ওয়াজেদ আলীর।
স্থানীয়দের স‚ত্রে পাওয়া তথ্যমতে, সরেজমিনে গিয়ে দেখা যায়, কমপ্লেক্স চত্বরে সামনের দৃশ্যমান স্থান হতে হেলাপড়া ৪ টি গাছ কর্তন করা হয়। এবং মুল্যবান গাছগুলো স্থানীয় এক কাঠ ব্যবসায়ির নিকট ঈদের দ্বিতীয় দিন নামমাত্র মুল্যে গাছ বিক্রি করা হয়। স্থানীয় দাবী গাছ গুলোর আনুমানিক মুল্য প্রায় ১ লাখ টাকা। এ গাছ গুলো বিক্রির টাকা পকেটস্থ করার লক্ষে বিক্রি করা হলে পরবর্তীতে স্থানীয়রা জানায় গাছ কর্তনকারী চক্রটি গাছ বিক্রির টাকা কমপ্লেক্স চত্বরে মসজিদে প্রদানের কথা বলে প্রচার করে।
এবিষয়ে গাছ কর্তন ও বিক্রির মুল্য হোতা কাশিয়ার রেজাউল করিম জানান,৪ টি গাছ ৩ হতে ৪ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এ টাকা মসজিদের কাজে ব্যয় করা হবে। তবে এসব গাছ বিক্রিতে কোন দাপ্তরিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রকৃত কত টাকায় গাছ বিক্রি করা হয়েছে জানতে চাইলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, যে মুল্যে বিক্রি হয়েছে পুরো টাকাই মসজিদ দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্বাবধায়ক ডাঃ ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান,গাছ গুলো কর্তন করে রাখা হয়েছে বলে জানলেও বিক্রির করা বিষয়টি তার জানা নেই। তবে এ রকম অভিযোগ পেলে গাছ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কমপ্লেক্স চত্বের সামনের এসব মুল্যবান গাছ বিক্রি করা হলে কোন ব্যবস্থা না নিয়ে কর্মকর্তাগণ অভিযোগের অপেক্ষায় রয়েছে। এতে পরিস্কার ভাবে বোঝা যায়।সঙ্গবদ্ধ চক্র গাছ গুলো বিক্রি করেছেন। এমন কর্মকান্ডের ফলে স্থানীয়দের মাঝে নানা গুজন ও চত্বরের মুল্যবান গাছ গুলো কর্তনের পরিকল্পনা চলছে।
অবৈধভাবে গাছ কর্তন ও নাম মাত্র মুল্যে বিক্রির বিষয়টি সরেজমিনে তদন্ত প‚র্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম