প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০১৯, ৩:১৪ পি.এম
“শার্শার পরান হত্যাকান্ডের মুল আসামিকে বিশেষ কায়দায় আটক করেছে শার্শা থানা পুলিশ”

শাহারিয়ার হুসাইন : উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শার গোগা গাজিপাড়ার মৃত মজিদ মোল্যার পুত্র মাদ্রাসা শিক্ষক শাহ পরান হত্যা মামলার আসামি হাফিজুর রহমান (৩৫) কে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা এলাকা থেকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার সকালে সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মাদ্রাসা ছাত্র শাহ পরান হত্যাকান্ডের মুল আসামি হাফিজুর রহমান কে আটক করতে সক্ষম হয়েছে শার্শা থানা পুলিশ। এসআই মামুনূর রশিদ তার সংগীয় ফোর্স নিয়ে মঙ্গলবার১১/০৬/১৯ রাত ৮: ৩০ মিনিটে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আরাবিয়া কওমি মাদ্রাসা থেকে ছদ্মবেশ ধরে বিশেষ কায়দায় হাফিজুরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাধান আসামী হাফিজুর তার শিকারউক্তি মুলুক বক্তব্য বলেন, রমজান শুরু হওয়ার ৩/৪ দিন পূর্বে রাত্রে আসামী তাহার মাথা টিপতে দেওয়ার জন্য শাহ-পরাণ কে তাহার কক্ষে ডাকে। শাহ-পরাণ তাহার ঘরে যায় এবং আসামীর মাথা টিপে দিতে থাকে। একপর্যায়ে শাহ-পরাণ সেখানে ঘুমাইয়া পড়ে। ঐ রাত্রে উক্ত আসামী শাহ-পরান এর সাথে সমকামিতায় লিপ্ত হয়। একপর্যায়ে শাহ-পরান তাহার সহপাঠি এবং মাদ্রাসার পরিচালনা কমিটির নিকট উক্ত সমকামিতার কথা প্রকাশ করে। এরই জের ধরে ঘটনার তারিখ ও সময়ে উক্ত আসামী হাফিজুর শাহ-পরানকে কৌশলে উক্ত মাদ্রাসা থেকে শার্শা থানাধীন গোগা ইউনিয়নের গোগা গাজীপাড়া গ্রাামে তাহার বসতঘরে নিয়া যায়। অতঃপর সেখানে শাহ-পরান কে নির্মমভাবে হত্যা করে এবং তাহার লাশ বসতঘরের মধ্যে চৌকির নীচে রাখিয়া দেয়।
উল্লেখ্য ০২রা জুন বিকালে শার্শা থানাধীন গোগা ইউনিয়নের গোগা গাজীপাড়া গ্রাম থেকে হাফেজ হাফিজুর রহমান মোল্যা এর বসতঘরের মধ্যে চৌকির নিচে থেকে কাগজপুকুর গ্রামের শাহজানের পুত্র শাহ-পরান(১২) এর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। এ প্রেক্ষিতে শার্শা থানায় পরানের সহোদর বাদী হয়ে হাফিজুর মুল পরিকল্পনা প্রাধান আসামি করে মামলা দায়ের করে। মামলা নং-০৪।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম