8:28 AM, 13 November, 2025

এক লাখ টাকার জন্য ঢাকা থে‌কে আট বছ‌রের অপহৃত শিশু তানভীর শ্রীমঙ্গ‌লে উদ্ধার

20190603_180229
মো: আব্দুর র‌হিম, মৌলভীবাজার: মৌলভীবাজা‌রের শ্রীমঙ্গ‌লে (৩১ মে) ঢাকার বংশাল হতে অপহৃত শিশু তানভীর (৮) কে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সসয় অপহরনকারী মিলন মিয়া (৩৫) কে আটক করা হ‌য়েছে।
আজ সোমবার (৩ জুন) দুপুর সা‌ড়ে ২টার দি‌কে শ্রীমঙ্গল উপ‌জেলার সন্ধানী আবাসিক এলাকা থেকে উদ্ধার ক‌রে পু‌লিশ।
উদ্ধার হওয়া শিশু তানভীর ঢাকার বংশালের ৪২-ডি হাজী আবদুল্লাহ সরকার লেনের উজ্জ্বল সরকারের ছেলে। অপহরণকারী মিলন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও’র বাইশটেকি গ্রামের সিরাজুল হকের ছেলে।
থান‌া সূ‌ত্রে জানা যায়, মিলন বংশালে শিশু তানভীরের বাবার জুতার কারখানায় কাজ করতো। গত (২ জুন) সকাল ১০টার দিকে সে তানভীরকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের পর ওই রাতেই তানভীরকে নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে তার খালার বাড়িতে যায় মিলন। সেখানে একরাত অবস্থান করে। সোমবার সকালে শ্রীমঙ্গল শহরতলীর সন্ধানী আবাসিক এলাকাস্থ তার আরেক খালার বাসায় ওঠে মিলন।
মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে শ্রীমঙ্গল থানার অ‌ফিসার ইনর্চাজ (ওসি) আব্দুস ছালেকের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তানভীরকে উদ্ধার ও অপহরণকারী মিলনকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অ‌ফিসার ইনর্চাজ (ওসি) আব্দুস ছালেক আ‌রোও জানান, ঢাকার বংশাল হতে অপহৃত শিশু তানভীর তিতৃয় শ্রে‌ণির ছাত্র।