5:16 AM, 13 November, 2025

শ্রীমঙ্গলে মাদক বিরোধী অভিযানে ৬৪পিচ ইয়াবাসহ ১জন গ্রেপ্তার

Srimangal

মো: আব্দুর রহিম, মৌলভীবাজার:

আসুন মাদক প্রতিরোধ করি দেশজুড়ে ছড়িয়ে থাকা স্বজনরা পারেন নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে সক্রিয়ভাবে এগিয়ে আসতে পারেন আর এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার শাহ জালাল বি‌পিএম পিপিএমের নির্দেশে জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ‌মৌলভীবাজার ‌জেলা শ্রীমঙ্গল থানা এলাকা থেকে জহিরুল ইসলাম জামাল (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬৪পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

বুধবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাদের আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। আটককৃত জহিরুল ইসলাম জামাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুহ রোড শ্রীমঙ্গল পৌরসভা এলাকার মোঃ আব্দুল মোছাব্বিরের ছেলে।

সে দীর্ঘ দিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।মৌলভীবাজার ডিপি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ টীম জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এসময় জহিরুল ইসলাম জামালকে ৬৪পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে বুধবার বিকালে শ্রীমঙ্গল থানায় জেলা ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা করা হয়েছে।