প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০১৯, ১০:১০ এ.এম
তালতলীতে কেওড়া কাঠ উদ্ধার

মো.মিজানুর রহমান নাদিম,
তালতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে গোপন সংবাদের ভিত্তিতে ১১পিচ কেওড়া কাঠ উদ্ধার করা হয়েছে। উপজেলার তেতুলবাড়ীয়ার খাস খাদা ও নলবুনিয়া পুকুর থেকে সোমবার বিকেলে ও মঙ্গলবার এ কাঠ উদ্ধার করেন বন বিভাগের লোকজন।
বন বিভাগ সুত্রে জানা গেছে, উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রির নেতৃত্বে বন বিভাগের লোকজন তেতুলবাড়ীয়া লঞ্চঘাট সংলগ্ন ওয়াপদার খাস খাদা ও নলবুনিয়া গ্রামের ওমান প্রবাসী জামাল উদ্দিনের বাড়ীর পুকুরে অভিযান চালিয়ে ১১পিচ কেওড়া কাঠ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা উদ্ধার করা কেওড়া গাছে প্রায় ১০০ সিএফটি গাছ হতে পারে। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষ টাকা।
তালতলী রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি জানান, কেওড়া গাছ উদ্ধার এলাকার অদুরেই টেংরাগিরি ফাতরার বন। এ বনের গৌয়মতলা অভয়ারন্য এলাকায় পর্যাপ্ত কেওড়া গাছ রয়েছে। এ উদ্ধারকৃত গাছ ওই এলাকার কিনা তা তদন্ত পূর্বক দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম