8:00 AM, 13 November, 2025

নবাবগঞ্জে আবারো ভিজিটির চাল জব্দ

deshsangbad.com_1559059571

এম এ সাজেদুল ইসলাম(সাগর)

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকেঃ 

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারের ভিজিডি উপকার ভোগীর জন্য বরাদ্দকৃত ১৭বস্তা সরকারী চাল অবৈধভাবে পাচারের সময় স্থানীয় জনতা আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার(২৮মে ১৯)উপজেলার ৮নং মাহমুদ ইউপি’র ইউনিয়নের মহারাজপুর বাজার এলাকা থেকে ভিজিডি’র ১৭বস্তা চাল চার্জার ভ্যান গাড়ী যোগে পাচার হচ্ছিল। ঐ সময় মহারাজপুর এলাকার মোঃ জহুরুল ইসলাম পিতা -আব্দুর রাজ্জাক সহ কয়েকজনের সন্দেহ হলে ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করতেই অবস্থা বেগতিক দেখে ভ্যান চালক পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে ভ্যান চালক জানায় চালগুলি মাহমুদপুর ইউপির জন্য বরাদ্দকৃত ভিজিডি’র চাল। চালগুলো বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল
পরে বিষয়টি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানকে জানালে তিনি আটককৃত চাল জব্দ করেন। এ ব্যাপারে জানার জন্য ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান রহিম বাদশার সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কথা বলেননি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান জানান, আটককৃত চাল রীতিমত জব্দ করা হয়েছে। পাচারের সাথে জড়িতদের তথ্য উদঘাটনের চেষ্টা চলছে, সঠিক তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।