5:01 AM, 13 November, 2025

নবাবগঞ্জে ভিজিডির চাল হোটেল থেকে উদ্ধার

deshsangbad.com_1558715718

এম এ সাজেদুল ইসলাম(সাগর)

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকেঃ

দিনাজপুরের নবাবগঞ্জে ভিজিডির ১০ বস্তা চাল হোটেল থেকে জব্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মশিউর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার দাউদপুর বাজারের রাজু দই এন্ড মিষ্টি ভান্ডারের ভিতরের গোপন স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিল মোহর যুক্ত(শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ) ভিজিডি ভোগীদের জন্য সরকারী ভাবে বরাদ্দকৃত ১০ বস্তা চাল উদ্ধার করেছেন।

এ সময় হোটেল মালিক মোঃ মজমুল হক জানান, তার খালা দাউদপুর ইউনিয়নের ৩,৪ ও ৫নং ওয়ার্ডের সদস্যা মোছাঃ জামেনা বেগম, স্বামী-দুলাল মিয়া তার অনুপস্থিতিতে তার হোটেলে চালগুলি রেখে গেছেন।
এ ব্যাপারে উক্ত ইউ,পি সদস্যা জামেনা বেগমের সাথে মুঠো যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

২৩ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ থেকে বিগত ৫ মাসের ভিজিডির চাল কার্ডধারী জনপ্রতি ৫ বস্তা করে বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান।
এ ব্যাপারে দাউদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম সোহাগ জানান-লাভলী বেগম ও হাবিবা বেগম নামে ২ কার্ডধারীর চাল একত্রিত করে ইউ,পি সদস্যা তার ভাগিনার হোটেলে রাখেন। বাড়ীতে না নিয়ে গিয়ে কেন হোটেলে চালগুলি সংরক্ষন করা হয়েছিল, এ প্রশ্ন উপস্থিত সুধীজনের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মশিউর রহমান জানান- এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।