প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০১৯, ১১:৪২ পি.এম
তালতলীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২০

মো.মিজানুর রহমান নাদিম,
তালতলী প্রতিনিধি:
বরগুনায় তালতলী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধা ৬টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যন মনিরুজ্জামান মিন্টু লাউপাড়া বাজারে নির্বাচনী গনসংযোগ ও সাধারন ভোটাদের সাথে দেখা করতে গেলে। এ সময় লাউপাড়া বাজারে দুই পক্ষের লোক জনের ভিতরে কথার কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের আমতলী,বরিশাল ও পটুয়াখালী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাউপাড়া বাজারে এলাকায় উভয় পক্ষের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম