6:57 AM, 13 November, 2025

শ্রীমঙ্গলে ৪২ বস্তা ভেজাল চা-পাতা উদ্ধার

20190523_165005(1)
‌মো: আব্দুর র‌হিম,
শ্রীমঙ্গল মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার বি‌শেষ অভিযানে শ্রীমঙ্গল থেকে  ৪২বস্তা ভেজাল চা-পাতা সহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহপ‌তিবার (২৩ মে) বিকাল ৪টার দি‌কে শ্রীমঙ্গল স্টেশন রোডের সোনার বাংলা মার্কেট সংলগ্ন বিপ্লবের মসলার মিল থেকে ভেজাল চা-পাতা গুড়া করে প্যাকেট করার সময় ২০কেজি ওজনের ৪২ বস্তা ভেজাল চা পাতা উদ্ধার ও জব্দ করা হয়।
এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো উজ্জল কাহার (৩০) পিতা বিজয় সিন্দুরখান চা বাগান, উজ্জল তাতী (২০) পিতা কুমেদ তাতী কালিঘাট চা, বাগান, মিলন মিয়া, (পিতা রইস মিয়া সিন্দুরখান বাজার। অ‌ভিযা‌নের সংবাদ পে‌য়ে মসলার মি‌লের মা‌লিক পালাতক র‌য়ে‌ছে।
আটককৃতদের শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়। অভিযানে নেতৃত্বদেন  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানজিলা সিদ্দিকী। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়। সহ‌যো‌গিতায় শ্রীমঙ্গল থানা পুলিশ।