বিভিন্ন কোম্পানির ছবি ব্যবহার করে অনলাইনে প্রতারণার দায়ে গ্রেপ্তার ৭

নিজস্ব সংবাদদাতাঃ অনলাইনে বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্যের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ব্যবহার করা কম্পিউটার, মোবাইল, রাউটার, অনলাইনে প্রদর্শিত মালামালের স্যাম্পল এবং নিন্মমানের পণ্য সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও প্রতারকচক্রটির দ্বারা পরিচালিত ১৭টি ফেসবুক পেজ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতারা হলেন- সুজন মোল্লা (২৬), হাসিবুল হাসান (৩২), জারদিস হোসেন (২০), মেহেদী হাসান (২৩), নুর ইসলাম (১৯), পারভেজ মোল্লা (১৯), আবু তাহের (১৯)।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির জানান, অনলাইনে বিভিন্ন নামদামি কোম্পানির পেজ থেকে তাদের পণ্যের ছবি নকল করে এবং একই কোম্পানির নামে ভুয়া পেজ খুলে সেখানে বিজ্ঞাপন দেয়। প্রকৃত দামের তুলনায় কয়েকগুণ কমদামে বিজ্ঞাপন দেখে পণ্যের প্রতি আকৃষ্ট হন ক্রেতারা। পছন্দের পণ্য অনলাইনে অর্ডারের পর ক্রেতারা প্রতারিত হচ্ছেন। পণ্যের পরিবর্তে প্যাকেটের ভেতর খুব নিম্নমানের পণ্য, কখনো গহনার পরিবর্তে আলু পটল, মোবাইলের পরিবর্তে সাবান বা অন্যকিছু দিয়ে ডেলিভারি দেয় ও প্রতারিত করে।
তিনি আরো জানান, কাপড়ের ব্র্যান্ড সেইলর র্যাব-৪ এর কাছে অভিযোগ করে তাদের পণ্যের ছবি নকল করে ভুয়া পেজ খুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সেইলরের অ্যাসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার সাইদুজ্জামান বলেন, ‘আমাদের কপিরাইট করা ছবি ওরা কপি করে তাদের পেজে ডিসপ্লে করতো। আমরা র্যাবকে জানানোর পর তাদের গ্রেফতার করা হয়েছে।’
