প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০১৯, ৯:৫৮ পি.এম
নাগরপুরে মাদক ব্যবসায়ীর হামলায় আহত দুই, আটক দুই

নাগরপুর প্রতিনিধি : নাগরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাট ও রিয়াদ মিয়া আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গয়হাটা গ্রামের আবুল হোসেনের ছেলে মনিয়ার হোসেন (৪৮) ও কবির মিয়ার ছেলে আল-আমিন (৩৮)।
সোমবার দুপুরে উপজেলা গয়হাটা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, মনিয়ার ও আলামিন দীর্ঘ দিন ধরে গয়হাটা বাজারসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে।তাদের কারনে এলাকার ছোট-বড় সকল বয়সের শিক্ষার্থীরা মাদকাক্ত হয়ে পড়ছে।
সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহাবায়ক শেখ সম্রাট ও রিয়াদ মিয়া মাদক ব্যবসা বন্ধ করতে গয়হাটা বাজারে যায়।
সেখানে মনিয়ার ও আলামিনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র হাতে সম্রাট ও রিয়াদের উপর হামলা চালায়।
এতে সম্রাট ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর সদর হাসাপাতালে ভর্তি করেন।
তাদের অবস্থা আশংকাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রন্তুতি চলছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম